মেডিয়েশন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Category : News
বিশ্বব্যাপী মেডিয়েশন মেলার অংশ হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে সুবহা নুর হাসিন ১ম, সাবাবা কাওছার ২য়, তাসনিম ফেরদৌস ৩য় স্থান লাভ করেন। অন্যদিকে ‘খ’ বিভাগে তাসনিয়া তাবাসুম ১ম, মালিহা নুর ২য় ও তাসফিয়া ৩য় হন। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর ড. রিচার্ড এল বেনকিং, বিমসের ইন্টারন্যাশনাল স্পোক পারসন ড. প্রিয়াংকা চক্রবর্তী ও চট্টগ্রামের জেলা জজ মোহাম্মদ আব্দুল হালিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্রনাথ গোস্বামী।
প্রসঙ্গত, সম্প্রীতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) কাজ করছে।